কৃষি প্রণোদনা পেলেন ৪০০ কৃষক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩


কৃষি প্রণোদনা পেলেন ৪০০ কৃষক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধনেরবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার (২০ জুন) সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৪০০ কৃষকের প্রতি জনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।


আরও পড়ুন: শ্রীনগরে কৃষকের সংরক্ষিত আলুর কেজি বিক্রি হচ্ছে ২৮ টাকা


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।


আরও পড়ুন: শ্রীনগরে আগাম লাউ চাষে লাভবান কৃষক


এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি