রাজশাহীতে নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, হাতাহাতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
রাজশাহী সিটি নির্বাচনে নগরীর ৪নং ওয়ার্ডের বুলনপুর এলাকার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির পর ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার (২১ জুন) কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও বর্তমান কাউন্সিলর রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স আসতে দেখে দুই প্রার্থীর সমর্থকরা পালিয়ে যায়।
আরও পড়ুন: রাজশাহীতে পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী লতিফ
এদিকে কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু বলেন, এই কেন্দ্রটি আমার বাসার কাছে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালায়।
অন্যদিকে কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু অভিযোগ অস্বীকার করে বলেছেন, টুনুর সমর্থকরা আমার দুটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে।
জেবি/ আারএইচ/