উত্তরাখন্ডে গভীর খাদে পড়ে ৯ জন যাত্রীর মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


উত্তরাখন্ডে গভীর খাদে পড়ে ৯ জন যাত্রীর মৃত্যু
ছবি: জনবাণী

ভারতের উত্তরাখন্ডে ৬০০ মিটার গভীর খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২শে জুন) সকালে এ ঘটনা ঘটে। এখনও ২জন যাত্রীর কোনও সন্ধান পাওয়া যায়নি। 


বৃহস্পতিবার সকালে উত্তরাখন্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারি অঞ্চলের নিকটবর্তী গ্রাম হোকাড়ায় একটি গাড়ি খাদে পড়ে যায় বলে জানিয়েছে জেলা প্রশাসন।


আরও পড়ুন: বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা


পিথোরাগড়ের জেলাশাসক রিনা জোশী জানিয়েছেন, ওই গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের কাছে খবর পেয়েই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গাড়িটির কাছে পৌঁছেন। গাড়ির ভিতর থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু বাকি ২ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি।


আরও পড়ুন: ইরানে বিষাক্ত মদ খেয়ে প্রাণ গেল ১৫ জনের


মনে করা হচ্ছে, মৃত এবং নিখোঁজ ব‍্যক্তিরা একই পরিবারের সদস্য। তবে কি কারণে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ল, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ প্রশাসন। এ বিষয়ে তদন্ত চলছে।


এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডে মুখ‍্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি।


জেবি/এসবি