Logo

ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৩, ১৯:৪৩
60Shares
ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

শুধু তাই নয়, তার সিনেমা চলবে কিনা- এটা ভেবে কোনো চাপ অনুভব করছেন না শাকিব খান।

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেয়েছে। দেশের  ১০৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি। এছাড়া আরও চার সিনেমা মুক্তি পেয়েছে।

ঢালিউড সুপার স্টার চান, মুক্তি পাওয়া সবগুলো সিনেমা দর্শক দেখুক।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, তার সিনেমা চলবে কিনা- এটা ভেবে কোনো চাপ অনুভব করছেন না শাকিব খান।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘আমি কোনো ধরনের চাপই অনুভব করছি না। দর্শক যার যার পছন্দ অনুযায়ী সিনেমা দেখবেন। অবশ্যই তাদের ভিন্ন ভিন্ন পছন্দ আছে। প্রতিটা বাংলা সিনেমা দর্শক দেখুক, এটা প্রত্যাশা করছি। সিনেমা নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকলে ভালো সিনেমা তৈরি হবে। ’

বিজ্ঞাপন

নিজের মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, ‘সিনেমাটি সব ধরনের দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমার ধারণা। অ্যাকশন, রোমান্সে ভরপুর সিনেমাটি প্রেমিক-প্রেমিকাসহ সব শ্রেণির দর্শকদের মুগ্ধ করবে। সবাই নির্দ্বিধায় হলে গিয়ে সিনেমাটি উপভোগ কর‍তে পারবে। বাংলাদেশের সব প্রিয়তমাদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার দর্শক, শাকিবিয়ানদের জানাই আমার প্রাণছোঁয়া ভালোবাসা। ’

বিজ্ঞাপন

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD