সিনেমার মূল দৃশ্য কেটে রিভিও করতে মানা করলেন তমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩
ঈদুল আজহা উপলক্ষে দেশে এই মুহূর্তে চলছে ‘সুড়ঙ্গ’ সিনেমার উন্মাদনা। ইতোমধ্যেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন দর্শক। ছবিটির গান ও গল্প ভীষণভাবে আলোড়িত করেছে। অনেকে আবেগ সংবরণ করতে না পেরে চুম্বক অংশগুলো হল থেকে ভিডিও করে এনে প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।
এখানেই ঘটেছে বিপত্তি। বিষয়টি ভালো চোখে দেখছেন না সিনেমাটির নায়িকা তমা মির্জা। এ প্রসঙ্গে ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এমন অমানবিক কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তমা।
আরও পড়ুন: ডিভোর্সের খবর একপ্রকার বাঘ আসবে ধরনের গল্প: মিথিলা
তিনি লিখেছেন, “তোমরা যে সুড়ঙ্গ মুভির রিভিউর নামে মুভির মেইন মেইন পার্ট’র ভিডিও করে এখানে ওখানে ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। ‘ভাইয়ারা’তোমাদের পেজে ঢুকলে কিন্তু সব বুঝতেছি আমরা। এটা ভেবোনা যে ‘সুড়ঙ্গ’ টিম এগুলো মনিটর করছে না; বাংলা চলচ্চিত্রের স্বার্থে ‘সেটা যে মুভিরই হোক’ এই অমানবিক কাজটা কইরোনা প্লিজ।”
জেবি/এসবি