গোপন কথা ফাঁস আনলেন কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৩
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মাঝে মাঝে বাতাশে উড়ে, অভিনয় ছাড়ছেন তিনি। যদিও সে খবর পুরোটাই গুজব। এবার ব্যক্তিগত জীবন নিয়ে ফাঁস করলেন কাজল। জানালেন, অবসাদে ভুগেছেন তিনি। তবে অবসাদের সঙ্গে লড়াই করার উপায়ও বলে দিলেন নিজেই।
সম্প্রতি ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে আসেন কাজল। সেখানে এক অনুরাগী অভিনেত্রীকে প্রশ্ন করেন মা হওয়ার পরবর্তী সময়ে অবসাদে ভুগেছেন কি না?
আরও পড়ুন: ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি
লুকোছাপা না রেখেই কাজল বললেন, “হ্যাঁ, মা হওয়ার পর অবসাদে ভুগেছি। তবে সেটা একেবারেই স্বাভাবিক বলেই আমার মনে হয়। সেই সময় আমি আমার পছন্দের কাজগুলো করে ফেলি। কখনো একটু শরীরচর্চা করি, কখনো আবার কফি খেতে চলে যাই বন্ধুদের সঙ্গে। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই এই সময়টায় সঙ্গ দেওয়ার জন্য। তবে আমার স্বামীকে বেশ কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে আমার জন্য।”
আরও পড়ুন: সিনেমার মূল দৃশ্য কেটে রিভিও করতে মানা করলেন তমা
পাশাপাশি তিনি আরও জনান, “এই অবসাদের বিষয়টি যতটা না শারীরিক, তার থেকে অনেক বেশি মানসিক। তাই প্রতিটি মুহূর্তকে উদযাপনে বিশ্বাসী তিনি। তবে মাতৃত্ব যে তার কাছে আশীর্বাদ স্বরূপ, সে কথাও জানান অভিনেত্রী।”
জেবি/এসবি