Logo

হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ২১:৪৩
37Shares
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন তামিম
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার মতো বড় ঘোষণা দিতে পারেন তামিম।

বিজ্ঞাপন

দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারো আসারই কথা নয়। অথচ আজই কৌতূহলজাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ নিয়ে তামিম গণমাধ্যমকর্মীদের জানান, আজ (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার মতো বড় ঘোষণা দিতে পারেন তামিম।  তবে এই ঘোষণাও যদি না দেন তামিম, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD