তামিমের জরুরি সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


তামিমের জরুরি সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন
তামিম ইকবাল | ফাইল ছবি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু জরুরি এই সংবাদ সম্মেলনের সময়ে পরিবর্তন এসেছে। দুপুর দেড়টা নাগাদ সংবাদ সম্মেলনটি হওয়ার কথা।


চট্টগ্রামের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করবেন তামিম ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছে ওই হোটেল কর্তৃপক্ষ। তবে তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।। একপ্রকার জলঘোলা করেই সংবাদ সম্মেলন ডেকেছেন লাল-সবুজের এই কাপ্তান।


আরও পড়ুন: হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন তামিম


ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার মতো বড় ঘোষণা দিতে পারেন তামিম।  তবে এই ঘোষণাও যদি না দেন তামিম, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।


জেবি/এসবি