আইসল্যান্ডে একদিনে ২২০০ বার ভূমিকম্প


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


আইসল্যান্ডে একদিনে  ২২০০ বার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

আইসল্যান্ডের রাজধানীরি কজাভিকের আশপাশে একদিনে ২২০০ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এতে করে দেশটিতে অচিরেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৫ জুলাই) আইসল্যান্ডের আবহাওয়া অফিস এই তথ্য জানায়।


দেশটির আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাউন্ট ফাগরাডালসফলের নিচে এই ভূমিকম্প শুরু হয়। মাউন্ট ফাগরাডালসফল মূলত আগ্নেয়গিরি সিস্টেমের উপরে অবস্থিত। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।


আরও পড়ুন: বিষাক্ত গ্যাস লিক করে প্রাণ গেল ১৬ জনের


আবহাওয়া অফিস আরও জানায়, এখন পর্যন্ত কোনও ‘অগ্নুৎপাতের কম্পন’পরিলক্ষিত হয়নি।


আরও পড়ুন: ইমরানকে প্রধানমন্ত্রী করাই ভুল ছিল: জাভেদ মিয়াঁদাদ


ইউরোপের মধ্যে বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়ে থাকে। সূত্র: খালিজ টাইমস


জেবি/এসবি