ট্রাম্পকে বিদায় করার দাবিতে উত্তাল ওয়াশিংটন ডিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০১ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন এবং ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানান।
রবিবার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এ মিছিলে অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরাও অংশ নেন। পোস্টার ও ব্যানারে লেখা ছিল— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।
আরও পড়ুন: লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
বিক্ষোভকারীদের একজন অ্যালেক্স লফার বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ন্যাশনাল গার্ড ও ফেডারেল পুলিশকে রাস্তা থেকে সরাতে হবে।”
অন্যদিকে ট্রাম্প দাবি করেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই সেনা নামানো হয়েছে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তিনি আইসিইসহ বিভিন্ন বাহিনীকে রাস্তায় নামান। সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার।
তবে বিচার বিভাগের তথ্যে দেখা যায়, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
আরও পড়ুন: ২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী
বর্তমানে রিপাবলিকান নেতৃত্বাধীন ছয় অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া কেসি নামের এক তরুণী বলেন, “ডিসিতে যা ঘটছে, তা একনায়কতান্ত্রিক সরকারগুলোর কাজের মতো। এখনই প্রতিরোধ গড়ে না তুললে অন্য শহরেও একই ঘটনা ঘটবে।”
আরএক্স/