রাশিয়ায় অবস্থান করছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন: বেলারুশ প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়া সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন। তিনি বেলারুশের ভূখণ্ডে নেই।
বৃহস্পতিবার (৬ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেলারুশ প্রেসিডেন্ট জানান, ওয়াগনারকে তিনি বেলারুশের জন্য ঝুঁকি হিসেবে দেখেন না এবং বিশ্বাস করেন না যে ওয়াগনার যোদ্ধারা কখনও তার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে।
আরও পড়ুন: ঢাকা থেকেই মিলবে গ্রিসের ভিসা
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার মস্কোর উদ্দেশে প্রিগোজিনের একটি ব্যবসায়িক জেট বিমান সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার জেটটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল। তবে ওয়াগনার প্রধান সেই জেট বিমানে ছিলেন কিনা তা স্পষ্ট করতে পারেনি রয়টার্স।
আরও পড়ুন: আইসল্যান্ডে একদিনে ২২০০ বার ভূমিকম্প
গেল মাসে রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সশস্ত্র বিদ্রোহের অবসানের এক চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সে সময় তিনি জানিয়েছিলেন যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে গিয়েছেন।
জেবি/এসবি