ঢাকা থেকেই মিলবে গ্রিসের ভিসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
ভারতের নয়াদিল্লিতে ভ্রমণ না করেই ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদনকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এখন ঢাকা থেকে পর্যটন, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, পড়াশোনাসহ সব ধরনের ভিসা ক্যাটাগরিতে আবেদন করা যাবে।
সম্প্রতি ভিএফএস গ্লোবালের সাথে অংশীদারিত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় একটি ডেডিকেটেড সেন্টার চালু করেছে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ)।
আরও পড়ুন: আইসল্যান্ডে একদিনে ২২০০ বার ভূমিকম্প
ভিসা আবেদন করতে আবেদনকারীদের ঢাকার বোরাক মেহনুর টাওয়ারের ৮ম তলায় (৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী) যেতে হবে। ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (জেভিএসি) পরিদর্শন করার আগে আবেদন ও ফিংগারের জন্য অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হবে।
লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application
আরও পড়ুন: ইমরানকে প্রধানমন্ত্রী করাই ভুল ছিল: জাভেদ মিয়াঁদাদ
ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন জানান, “নতুন ভিসা আবেদন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে, যাদের মধ্যে অনেকেই কাজ, শিক্ষা, ব্যবসা এবং অবকাশের জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী।”
অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড জমা কাউন্টার এবং ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত।
জেবি/এসবি