সুদানের খার্তুমে বিমান বাহিনীর হামলা, নিহত ২২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


সুদানের খার্তুমে বিমান বাহিনীর হামলা, নিহত ২২
ছবি: সংগৃহীত

সংঘাতকবলিত সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২২ জন। শনিবার (৮ জুলাই) রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। রবিবার (৯ জুলাই) বার্তা সংস্থা সিসিটিভির এক প্রতিবেদনে এ তথা জানা যায়।


দেশটির চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় মৃত্যুর খবর। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। খার্তুমের স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে এ তথ্য।


আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উপকূল


তবে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ’র দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়।


আরও পড়ুন: ভারতের কাছে স্ত্রী, সন্তানদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ পাক গৃহবধূর স্বামীর


গেল এপ্রিল থেকে চরমে পৌঁছেছে সুদানের ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে প্রায়ই রণক্ষেত্র হয়ে ওঠে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ বাহিনীর দখলে থাকায় নিয়মিত চলে সেনাবাহিনীর অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসা সেবা।


জেবি/এসবি