রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে নিহত ২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে নিহত ২
কার্চ সেতু

রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে ২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। 


‘আকস্মিক ঘটনা’ বলে এটাকে   উল্লেখ করেছেন ক্রিমিয়ায় নিযুক্ত রুশ গভর্নর। তবে ইউক্রেনীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুইটি হামলা হয়েছে সেতুতে। 


ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ, উচ্চতা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বেশি। সেতুটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর শীর্ষে রয়েছে, রাজমুকুটের কোহিনূরের মতো। রাশিয়া গণমাধ্যমের ভাষায়, সেতুটি ‘শতাব্দীর সেরা নির্মাণকাজ’।


আরও পড়ুন: নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল ২ কিশোর


এর আগে ২০১৮ সালের ১৫ মে কার্চ সেতুর উদ্বোধন করেন পুতিন। গত বছরের অক্টোবরে সেতুতে হামলা হয়। ঘটনার কয়েক মাস পর ইউক্রেন দায় স্বীকার করে।


সবশেষ ঘটনা নিয়ে রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের গভর্নর জানায়, ‘সেতুর ওপর গাড়িতে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের সঙ্গে থাকা শিশু।’


আরও পড়ুন: আইফোন ও অ্যাপল ডিভাইসে নিষিদ্ধ করলো রাশিয়া


ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিনভ জানান, “সেতুর ১৪৫ নম্বর স্প্যানের কাছে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে।” টেলিগ্রামে তিনি বলেন, সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রাসঙ্গিক সকল পরিষেবা বিষয়টি সমাধানে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানাননি তিনি। সূত্র: সিএনএ


জেবি/এসবি