কলম্বিয়ায় ভারী বৃষ্টির জেরে ভূমিধসে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায। দেশটিতে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।এছাড়া এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় কুন্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুয়েটামে পৌরসভায় স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে। এছাড়া এই এলাকায় নদীর পানির স্তর বৃদ্ধির জেরে সৃষ্ট কাদার স্রোতে বহু বাড়িঘর ভেসে গেছে।
বিবিসি বলছে, এই ঘটনায় নিখোঁজ হওয়া অন্তত ১২ জন লোককে খুঁজছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন: ইউক্রেনের ২৮ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া
এছাড়া ভিলাভিসেনসিও শহরের সাথে বোগোটা শহরের সংযোগকারী একটি সেতুও ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু এবং তাদের বয়স ১২, ১০ ও ৬ বছর বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
আরও পড়ুন: দেড়শ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়ালো কাছাড় পুলিশ
সংবাদপত্র এল টিমপোর খবরে বলা হয়েছে, নিহত ১২ বছর বয়সী ওই শিশু তার মায়ের সাথে কাদার স্রোতে ভেসে গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন।
জেবি/এসবি