Logo

তারা আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে: হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ০৫:১২
29Shares
তারা আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে: হিরো আলম
ছবি: সংগৃহীত

মহানগর প্রজেক্টে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে আমাকে বেরিয়ে আসতে বলে

বিজ্ঞাপন

আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে রামপুরা মহানগর প্রজেক্টে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করে। আমাকে বেরিয়ে আসতে বলে। 

বিজ্ঞাপন

হিরো আলম বলেন, তারা আমার অফিসের ফটকে ভাঙচুর করেন। এ ঘটনায় আমি আমার জীবন নিয়ে খুবই আশঙ্কায় আছি। আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজছে। এটা আপনাদের মাধ্যমে জানালাম। জীবনের নিরাপত্তা পাচ্ছি না।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কে বা কারা, আমি জানি না। আমার অফিসের গেট তারা ভাঙচুর করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশের সামনেই আমার ওপর হামলা হয়েছিল, কিন্তু পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। যারা আমার ওপর হামলা করেছেন, তারা ধরাছোঁয়ার বাইরে।  

তিনি আরও বলেন, আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই। বিএনপির সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই, বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আমি যোগ দিইনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD