শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।  


শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: বিএনপির হামলায় অনেক পুলিশ সদস্য আহত: ডিসি মিডিয়া


স্থানীয়রা জানায়, একদল লোক মিছিল নিয়ে এসে একটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেয়। তারপর মিছিল নিয়ে টার্নিং পয়েন্টে এসে পুলিশের গাড়িতেও আগুন দেয়। এছাড়া পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে তারা। তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ, উত্তপ্ত রাজধানী


ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান জানান, “প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়। তারা একটি পিক-আপ ভ্যানের সিটে আগুন ধরিয়ে দিলেও তা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়।”


জেবি/এসবি