ডিপজলের কাছে ক্ষমা চাইলেন জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩
সম্প্রতি গুণী নির্মাতা কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
গুণী ওই নির্মাতার সাক্ষাৎকার নেওয়ার সময় জয়কে বলতে দেখা যায়, “ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো।”
উপস্থাপকের এমন মন্তব্য বেশ ক্ষুব্ধ হন অভিনেতা ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়।
আরও পড়ুন: ফোন কি আমি চুরি করেছি, প্রশ্ন পরীমণির
এ প্রসঙ্গে জয় গণমাধ্যমকে বলেন, “ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যর পরে তিনি আমাকে ফোন দেননি। ফোন দিয়েছেন জায়েদ খান। জায়েদ আমাকে ফোন দিয়ে ভয় দেখাইছে। বলেছে, ডিপজল ভাই খুব রাগ করছে। আপনে জানেন না, আপনার ক্ষতি হয়ে যেতে পারে।”
আরও পড়ুন: জওয়ান’র প্রথম গান ‘জিন্দা বান্দা’দেখে হতবাক দর্শক
তিনি আরও বলেন, “এরপর আমি ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। বরং জায়েদ ভাই আমাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে, আপনি ডিপজল ভাইকে কল দিচ্ছেন কেন? এরপর আমি আর ভাইকে কল দিইনি। আমার প্রোডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি।”
জেবি/এসবি