Logo

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ০২:২৭
34Shares
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের
ছবি: সংগৃহীত

ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের নবাবশাহের সরহারি রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন। রবিবার (৬ আগস্ট) হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

সংবাদমাধ্যমটি জানায়, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলোর কাছে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়েছে।

বিজ্ঞাপন

রেল ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী খাজা সাদ রফিক জানান, কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্রেনটি যুক্তিসঙ্গত গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডিভিশনাল কমার্সিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেন, “কেউ কেউ বলছেন যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি লাইনচ্যুত হয়েছে এবং কেউ বলছে ১০টি লাইনচ্যুত হয়েছে।” তাৎক্ষনিকভাবে সঠিক তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD