ভারতে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩


ভারতে বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের
ছবি: সংগৃহীত

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।


রবিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝাই নৌকা ডুবি, নিহত ৬


রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই গণমাধ্যমকে জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক


তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।


জেবি/এসবি