অঙ্কুশের রহস্য ঘেরা পোস্ট


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


অঙ্কুশের রহস্য ঘেরা পোস্ট
অঙ্কুশ হাজরা

কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। সিনেমা কিংবা ব্যক্তি জীবনে মাঝে মধ্যে খবরের শিরোনামে থাকেন তিনি। এভার তার ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে নেটাগরিকদের মনে রহস্য সৃষ্টি হয়েছে। 


শনিবার (১৯ আগস্ট) ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু কার কাছে তিনি ক্ষমা চাইলেন তার কিছুই উল্লেখ করেননি। 


দৈনিজ জনবাণীর পাঠকদের জন্য হুবহু তার পোস্টটি তুলে দেওয়া হলো- 


অঙ্কুশ লিখেছেন, “আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সাথে যুক্ত হয়েছিল সহ প্রযোজক হিসেবে তার background তার মানুষিকতা তার উদ্দেশ্য সঠিক ভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দু মাত্র যোগ্যতা রাখেনা। 


আরও পড়ুন: বাসায় ফিরলেন রাজ


তিনি আরও লিখেছেন, “আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়েরা তাকে বিশ্বাস করে  নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হবো বলে।পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেবো তার বিরুদ্ধে।”


জেবি/এসবি