পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।
রবিবার (২০ আগস্ট) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।
দেশটির পুলিশ জানায়, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।
আরও পড়ুন: বিহারে সাংবাদিককে গুলি করে হত্যা!
জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ জানিয়েছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে যায়। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থা।
আরও পড়ুন: বাংলাদেশি কিশোরীকে গণধর্ষনের অভিযোগে দালালসহ ৪ ভারতীয় আটক
তিনি আরও বলেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এর পরই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল।
জেবি/এসবি