ভারতের চন্দ্র জয়


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


ভারতের চন্দ্র জয়
ছবি: সংগৃহীত

অবশেষে  চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ করে ল্যান্ডার 


এখন পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে ভারত ছাড়া কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে আজকের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করলো দেশটি। এই যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নাম লেখালো ভারত।


এর আগে গত ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এ বার সাবধানী ইসরো। গত রবিবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে দেশটির মহাকাশযান লুনা-২৫। 


আরও পড়ুন: মিজোরামে রেল সেতু ভেঙে ১৭ শ্রমিক নিহত


চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য আজ বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হয় ইসরোর ওয়েবসাইট ও সামাজিকমাধ্যম ফেসবুক পেজ ও ইউটিউবে। অবতরণের এই দৃশ্য দেখতে ভার্চুয়ালি ইসরোর সঙ্গে যোগ দেন ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন: রাজস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ৬


ল্যান্ডার বিক্রমের অবতরণের পর ভিডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।”


জেবি/এসবি