১ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা ছাত্রলীগের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


১ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা ছাত্রলীগের
ছবি: সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এই সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


শনিবার (২৬ আগস্ট)ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “ইতিহাসের যুগান্তকারী সমাবেশ হতে যাচ্ছে ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।”


আরও পড়ুন: দেশের মধ্যে দুর্যোগের ঘনঘটা, কালো মেঘ ধেয়ে আসছে: মোস্তফা আমীর ফয়সল


তিনি বলেন, “পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।”


আরও পড়ুন: সরকারের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে: মির্জা আব্বাস


প্রথমে ৩১ আগস্ট এই সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হলেও এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতেই কর্মসূচি পেছানো হয়েছে বলেও জানান সাদ্দাম।


এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


জেবি/এসবি