আসামে বন‍্যায় ১৫ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩


আসামে বন‍্যায় ১৫ জনের মৃত্যু
ছবি: জনবাণী

আসাম রাজ‍্যে বন‍্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রায় ২ লক্ষ মানুষ বিপর্যস্ত হয়েছে। এখন পর্যন্ত চলিত বছরে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


সোমবার (২৮ আগস্ট) আসাম সরকারের তরফে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বন‍্যার জেরে রাজ‍্যে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে সোমবার (২৮ আগস্ট )। ব্রক্ষপুত্রসহ রাজ‍্যের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। প্লাবিত হয়েছে ওই নদীর তীরবর্তী গ্রামগুলি। বহু মানুষ বাড়িঘর ছেড়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ‍্য হয়েছেন। ব্রক্ষপুত্র নদীর জল কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে  প্রবাহিত হতে শুরু করেছে।গুয়াহাটি  এবং যোরহাটে ব্রক্ষপুত্রের উপর ফেরি পরিষেবা বন্ধ করতে হয়েছে। রাজ‍্যের নানা প্রান্তে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।


আরও পড়ুন: তৃতীয়বারের মতো জাপানের চন্দ্রাভিযান স্থগিত


তারাই জানিয়েছে, এই মুহূর্তে আসামের মোট ১৭ টি জেলা বন‍্যার কবলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। তারপরেই তালিকায় আছে ধেমাজী। এই ২ জেলায় ৪০ হাজারের বেশি মানুষ বন‍্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ‍্যের বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির খুলেছে আসাম সরকার। এখনও পর্যন্ত ৪৫ টি ত্রাণ শিবিরে প্রায় ৫০০ জন আশ্রয় নিয়েছেন। ব্রক্ষপুত্র ছাড়াও বেকি, দিসাং, দিখোউ, সুবর্ণশিরি নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে আসামে।


আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


বিপর্যয় মোকাবিলা দল জানিয়েছে, বন‍্যায় রাজ‍্যে ৮ হাজার  হেক্টরের বেশি চাষের জমি জলের তলায়। গত কয়েকদিন ধরে আসামে অনবরত বৃষ্টিপাত হচ্ছে। উঁচু এলাকাগুলি থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে নীচের দিকে। তাতেই ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। বৃষ্টি থাকলে বন‍্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।


জেবি/এসবি