রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩


রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান - রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শিগগিরই  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার রাশিয়া সফরের উদ্দেশ্য শস্যচুক্তি পুনরুজ্জীবিত করা।


সোমবার (২৯ আগস্ট) এরদোগানের দলের একজন মুখপাত্র এ কথা জানান।


ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমর চেলিক গণমাধ্যমকে বলেন, “রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।”

  

এর আগে ‘দ্য ব্লুমবার্গ বার্তা’ সংস্থার খবরে বলা হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে এরদোগান ৮ সেপ্টেম্বর পুতিনের সাথে সাক্ষাৎ করতে পারেন।


আরও পড়ুন: ইমরান খানের সাজা স্থগিত


এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকর্মীদের জানান, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।


আরও পড়ুন: ভারতে তীর্থ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬


কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানি বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল।


গেল মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


জেবি/এসবি