মিয়ানমারে বোমা হামলা, ৫ কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩
মিয়ানমারের সীমান্তবর্তী মায়াওয়াদি এলাকা একটি সরকারি কম্পাউন্ডে বোমা হামলাযর ঘটনা ঘটেছে। এতে পাঁচজন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা হয়েছে। এছাড়া আহত হয়েছে ১১ পুলিশ সদস্য।
গত ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ড সীমান্তবর্তী শহরটিতে সামরিক বাহিনী ও জান্তা বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।
সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ অফিস ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফিসসহ একটি কম্পাউন্ডে দুটি ‘ড্রপ বোমা’ পড়ে।
বিস্ফোরণের পরে কর্মকর্তারা ‘নিরাপত্তা ব্যবস্থা’ নেয়ার সাথে সাথে আরও দুটি বোমা হয়। এতে ৫ জন নিহত এবং ১১ জন আহত হয়।
আরও পড়ুন: ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা চুল নিয়ে বিশ্ব রেকর্ড করলো মার্কিন নারী
নিহতদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা, দুই পুলিশ কর্মকর্তা এবং প্রশাসন বিভাগের দুই কর্মকর্তা রয়েছেন। এই ঘটনায় আরও ১১ জন ‘জুনিয়র এবং সিনিয়র’ পুলিশ অফিসার আহত হয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: তাইওয়ানে টাইফুনের আঘাত, বিদ্যুৎহীন ৩৪ হাজার পরিবার
স্থানীয় একটি পুলিশ সূত্র নাম প্রকাশ না করার শর্তে ঘটনা এবং হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে।
তবে কোনও সূত্র হামলায় কারা দায়ী সেটা বলেনি।
জেবি/এসবি