ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাণ গেল ২২ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২২ জন মারা গেছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
সংবাদ সংস্থা আলজাজিরা জানায়, আঘাত হানা ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যের কমপক্ষে ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন শহর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মুর্শিদাবাদে বাবার হাতে ছেলে খুন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎ পানি বেড়ে বাড়িঘর ডুবে যাচ্ছিল। ফলে জিনিসপত্রগুলোকে বিছানা, টেবিলের ওপরে রাখার চেষ্টা করেও লাভ হয়নি।
জেবি/এসবি