ছাগলের জন্যও ট্রেনের টিকিট কাটলেন এক নারী!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩
যেখানে নিত্যদিন টিকিট ছাড়াই মানুষের যাতায়াতের খবর শোনা যায়। সেখানে অবাক করার বিষয় হলো ছাগলের জন্যও ট্রেনের টিকিট কেটেছেন এক নারী। ভারতের পশ্চিম বঙ্গে এ ঘটনা ঘটে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যম এক্স-এ (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। যেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।
আরও পড়ুন: মোদির বাড়িতে আপ্যায়িত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এসময় টিটিই টিকিটের বিস্তারিত দেখে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, “আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?” ওই নারী মন ভোলানো হাসি দিয়ে উত্তরে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন।
আরও পড়ুন: ধারালো অস্ত্রের আঘাতে জওয়ানের মৃত্যু !
ভিডিওর কথোপকথন থেকে বোঝা গেল, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। সূত্র: এনডিটিভির
জেবি/এসবি