ক্ষমা করার দিন আজ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩


ক্ষমা করার দিন আজ
প্রতীকী ছবি

মানুষের অনেক সম্পর্ক টিকে রয়েছে শুধু ক্ষমার কারণে। ভুল থেকে আমাদের সম্পর্কগুলো তিক্ত হয়ে ওঠে। তৈরি হয় বিভিন্ন ধরনের সমস্যা, ভেঙে যায় আনুগত্য। তাই ছোট্ট কোনো ভুলের জন্য কারো উপরে রাগ করে থাকা উচিত নয়। তাকে ক্ষমা করে দিন। সব সহজ হয়ে যাবে।


আরো পড়ুন:  ইমরান খান ইস্যুতে পিসিবিকে ক্ষমা চাইতে বললেন ওয়াসিম আকরাম


আজ ৮ সেপ্টেম্বর ‘ক্ষমা দিবস’। যুক্তরাষ্ট্র দিবসটি উদযাপন করে থাকে। যেহেতু ক্ষমা করলে মনে শান্তি বাড়ে। তাই একটি সম্পর্ক নষ্ট হতে বেচে যায়। এ জন্য আমরাও দিবসটি পালন করতে পারি।


একজন মানুষের মহৎ গুণ হলো ক্ষমা করে দেওয়া। আর এই গুণটি অর্জন করা কোনো কষ্টসাধ্য ব্যাপার নয়। পৃথিবীর সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা হলো এই ক্ষমা।


কোনো দেশের উচ্চ আদালত অপরাধীকে ক্ষমা করার মানে হলো তাকে অপরাধের শাস্তি থেকে মুক্তি দেওয়া। আর এখান থেকেই মূলত ক্ষমা দিবসের উৎপত্তি। 


১৯৭৪ সালের ৮ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড আরেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমা করে দিয়েছিলেন। যেই ক্ষমাকে অত্যন্ত বিতর্কিত হিসেবে উল্লেখ করা হয়েছিল। কারণ নিক্সন মার্কিন ইতিহাসের কলঙ্কজনক ঘটনা ওয়াটারগেটের সঙ্গে জড়িত ছিলেন।


আরএক্স