ফ্রান্সের প্রেসিডেন্টকে একতারা উপহার দিলেন জলের গানের রাহুল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩


ফ্রান্সের প্রেসিডেন্টকে একতারা উপহার দিলেন জলের গানের রাহুল
ছবি: সংগৃহীত

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত ভোজসভা শেষে মধ্যরাতে ধানমন্ডিতে গানের দল ‘জলের গানে’র সংগীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনের যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে দেড় ঘণ্টা অবস্থান করেন ফরাসি প্রেসিডেন্ট।


তিনি রাহুলকে একটি কলম উপহার দেন। এ সময় তাকে একটি একতারা উপহার দেন জলের গানের সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।


তিনি জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট।তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।


আরও পড়ুন: আমার সুন্দরী বউ আপনাদের বোন: অনন্ত জলিল


একতারাটি ম্যাক্রোঁকে দিয়ে রাহুল বলেন, আমাদের পূর্বপুরুষরা নিজস্ব এই বাদ্যযন্ত্র (একতারা) তৈরি করেছিলেন। এটা আপনাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেবে।


আরও পড়ুন: মনের মানুষকে খুব যত্ন করে রাখতে হয়: পরীমনি


এ সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, “এটা আমাকে (বাংলাদেশের কথা) স্মরণ করিয়ে দেবে।”


জেবি/এসবি