ই-সিম কোন ফোনে ব্যবহার করবেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ই-সিম কোন ফোনে ব্যবহার করবেন

 গ্রামীণফোন বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে -সিম। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে বাসা, অফিস, স্কুল, স্টোরে স্মার্ট ডিভাইসের ব্যবহারে বিপ্লব ঘটেছে। -সিম তারই একটি অংশ।

-সিম মাধ্যমে বিশ্বজুড়েই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা নিশ্চিত হবে। গ্রাহকরা -সিমে একাধিক নম্বর ব্যবহার করতে পারবেন। সেবাটি যেহেতু ডিভাইসের সাথে এমবেড করা থাকবে, তাই এক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু করার প্রয়োজন হবে না।

-সিম মানে এম্বেডেড সিম। অর্থাৎ একধরণের সিম, যেটা ব্যবহার করতে ফোনে কোনও রকম সিম কার্ড ঢুকাতে হয় না। এতে প্লাস্টিকের ব্যবহারও কম হয়। -সিমের মাধ্যমে কমবে প্রাকৃতিক বর্জ্য।

-সিম আর নরমাল সিমের পার্থক্য কী?

নরমাল সিম (বর্তমান সিম কার্ড) হচ্ছে প্লাস্টিক বিভিন্ন উপাদানে তৈরি একধরনের বস্তু। আর -সিম হচ্ছে অনেকটা মোবাইল অ্যাপের মতো। যা স্মার্টফোনে কিআর কোড স্ক্যানের মাধ্যমে অ্যাকটিভ করে ব্যবহার করতে পারবেন।

যেসব হ্যান্