ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনের দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা

মানবিক কার্যক্রম চালানোর জন্য ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

শনিবার (৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে বলা হয়, শনিবার, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই বিরতি কার্যকর হবে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেনের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে শহর অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে মারিওপলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন।

ওআ/