ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল
বিজ্ঞাপন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শরীরে আর জ্বর নেই। কাশিও কমে এসেছে। শারীরিক যে পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়েছিলেন তার চেয়ে অনেক ভাল আছেন।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেলিফোনে গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। উনি সুস্থ আছেন। ঢাকা থেকে সিঙ্গাপুরে রওয়ানা হওয়ার সময় তার শরীরে বেশ জ্বর ও কাশি ছিল। তবে এখন আর জ্বর নেই। কিন্তু হালকা কাশি আছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।”
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
জেবি/এসবি