Logo

অটোচালকের ছেলে ভারতের জয়ের নায়ক!

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৩, ২২:১৫
11Shares
অটোচালকের ছেলে ভারতের জয়ের নায়ক!
ছবি: সংগৃহীত

আরও দু'টি বাড়তি ট্রিপ দিয়ে তিনি সিরাজের খেলার ব্যবস্থা করে দেন। সিরাজ তাকে নিরাশ করেনি।

বিজ্ঞাপন

ভারতীয় পেসার মোহম্মদ সিরাজের বাবা একটা সময় অটোরিকশা চালাতেন। হায়দরাবাদের রাস্তায় চারমিনার থেকে বানজারা হিলস পর্যন্ত তার অটোরিকশা ছুটতো। সেই অটোচালকের ছেলে এখন ভারতের চালকের আসনে। 

মোহম্মদ সিরাজের অসামান্য বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু জানেন কি সিরাজের ক্রিকেটার হওয়াই হতো না বাবার অনুমোদন ছাড়া? দরিদ্র মুসলিম পরিবারের সন্তান বাবার পেশাতেই আসবে বলে এটাই সঙ্গত ছিল। কিন্তু ছেলের ক্রিকেট প্রতিভা দেখে সিরাজের বাবা তাকে অটো চালানোর পেশায় কখনো আনতে চাননি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও দু'টি বাড়তি ট্রিপ দিয়ে তিনি সিরাজের খেলার ব্যবস্থা করে দেন। সিরাজ তাকে নিরাশ করেনি। ২০১৫ সালে রঞ্জি ট্রফির দলে প্রথম জায়গা পান। এমএল জয়সীমা, আব্বাস আলি বেগ, মহম্মদ আজারউদ্দিনের উত্তরসূরী হয়ে ওঠেন সিরাজ। গত ২০২০ সালে ভারতীয় দলের টেস্ট টিমে জায়গা পান। আর পিছন ফিরে তাকাতে হয়নি। 

বিজ্ঞাপন

তার নতুন বাড়ির হাউসওয়ার্মিং পার্টিতে হায়দরাবাদে খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিরাজ। বাড়ি তো নয়, সে যেন প্রাসাদ! রোহিত শর্মা, বিরাট কোহলিরা উমদা বিরিয়ানি খেতে চেয়েছিলেন। সিরাজ কাঠ কয়লার আঁচে সেদিন নিজে বিরিয়ানি রাঁধেন। নতুন বাড়ি সিরাজ অটোচালক বাবার নামেই উৎসর্গ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD