Logo

বাংলাদেশে আয়ে ‘জওয়ান’র ইতিহাস

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৩৮
47Shares
বাংলাদেশে আয়ে ‘জওয়ান’র  ইতিহাস
ছবি: সংগৃহীত

শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা, যার এক বছরে দুটি সিনেমা বক্সঅফিসে হাজারের ক্লাব ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্সঅফিসে মুক্তির ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখের জওয়ান। গেল ২৫ সেপ্টেম্বর ১০০০ কোটির ক্লাব স্পর্শ করেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভারতসহ অন্যান্য দেশের পাশাপাশি এবার বাংলাদেশেও আয়ে ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’।

শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা, যার এক বছরে দুটি সিনেমা বক্সঅফিসে হাজারের ক্লাব ছাড়িয়েছে। আর বাংলাদেশে এই ছবি আয় করেছে এক মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এরই মধ্যে ‘জওয়ান’ সিনেমাটি প্রায় ১ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা। আর ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড সিনেমা, যা এই অঙ্ক ছুঁয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজের টুইটারে একটি পোস্ট করেন সিনেমার বাণিজ্য বিশ্লেষক রামেশ বালা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জওয়ান’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশে।

জানা যায়, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় ‘জওয়ান’। সিনেমাটি যৌথভাবে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। দেশের মোট ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

বিজ্ঞাপন

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন, নয়নতারা, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভারসহ অনেকেই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিং খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি সিনেমাই সুপার হিট। এরই মধ্যে ঘোষণা এলো এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাংকি’ সিনেমাটিও। চার বছর পর প্রত্যাবর্তন করে ভক্তরা হয়তো এভাবেই দেখতে চেয়েছিলেন বলিউডের এই বাদশাকে। এখন দেখার পালা কেমন ঝড় তোলে শাহরুখের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। সূত্র : বিজনেস টুডে

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD