এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা ভারতের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩


এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা ভারতের
ছবি: সংগৃহীত

চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব‍্যাহত রয়েছে।


বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) শুটিংয়ের ২ বিভাগে সোনা ও রুপো জিতেছে মহিলা দল। 


মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো।


আরও পড়ুন: তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা


এদিন মহিলা শুটিংয়ের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে প্রথম হলেন মানু ভাকর, ইশা সিং এবং রিদম সাংওয়ান। এনিয়ে চলিত এশিয়ান গেমসে চতুর্থ সোনা এল ভারতের ঝুলিতে। 


আরও পড়ুন: নিউজিল্যান্ডে বিধ্বস্ত হয়ে সিরিজ হারল বাংলাদেশ


অন‍্যদিকে, অশি চোকসি, মানিনি কৌশিক এবং শিফট কৌরসামরা দ্বিতীয় স্থানে শেষ করেন ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে।


জেবি/এসবি