সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের সাহিত্যিক জন ফসে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩


সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের সাহিত্যিক জন ফসে
নরওয়ের সাহিত্যিক জন ফসে - ফাইল ছবি

চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়ের লেখক জন ফসে। গত বছর সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক অ্যানি আরনো। 


বৃহস্পতিবার (৫ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। 


নোবেল কমিটির চেয়ারম্যান বলেন ফসে তার নরওয়েজিয়ান পটভূমির ভাষা এবং প্রকৃতির মধ্যে একটি শিকড় মিশ্রিত করেন


গত সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।


আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


বুধবার (৪ অক্টোবর) ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।


এর আগে মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।


আরও পড়ুন: নোবেল জয়ের ফোন পেয়ে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’


পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।


সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।


মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা।


জেবি/এসবি