গীতিকবি রবিউল ইসলাম রবি’র জন্মদিন আজ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩


গীতিকবি রবিউল ইসলাম রবি’র জন্মদিন আজ
রবিউল ইসলাম রবি

৭ অক্টোবর, বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম রবি’র জন্মদিন। তার জন্মদিনে আমাদের শুভেচ্ছা।

এ পর্যন্ত দেশের জনপ্রিয় ও নতুন কন্ঠ শিল্পীদের কয়েক শতাধিক গান লিখেছেন রবি। তার লেখা কণ্ঠে ধারণ করেছেন- এস আই টুটুল, মনির খান, কুদ্দুস বয়াতী, কাজী শুভ, সামলা, এফ এ সুমন, ইলিয়াস হোসাইন, শহীদ, ফারাবি ইসলাম, স্বরলিপি, সামজ আরো অনেক কণ্ঠশিল্পী। 


এছাড়া বেশ কিছু নাটকে ও সিনেমাতে এক গীতিকবি হিসেবে গান লিখেছেন তিনি।  সিনেমা গুলোর নাম- মন পিঞ্জিরা, নাম্বার ওয়ান পুলিশ, আন্ত:নগর, নাও। 


বর্তমানে তার নিজস্ব চ্যালেন আরআইআর মিউজিক নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি তার নিজের চ্যানেলে আকাশ মাহমুদের গান ‘টাকার কাছে মানুষ বিক্রি হয়’ রিজিল হয়েছে। সামনে বেশকিছু গান নিয়ে কাজ করেছেন বলেও জানান রবিউল ইসলাম রবি। 


আরও পড়ুন: বাস্তবেও অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে: পূজা


তিনি বলেন, জন্মদিন মানে জীনের একটা বছর চলে যাওয়া, তাই জন্মদিন নিয়ে তেমন পরিকল্পনা থাকে না। দিন শেষে আমি কি কাজ করলাম তা নিয়ে বরং বেশি ফোকাসে থাকতে চায়। 


আরও পড়ুন: ‘স্বীকার করছি, অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছি’


রবি আরও বলেন, আমার সকল শ্রোতারে কাছে দোয়া চাই, যেন আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আমার স্বপ্ন শুধু গান নিয়ে, জীবনের শেষদিন পর্যন্ত যেন লিখতে পারি।


জেবি/এসবি