শুটিংয়ে ব্যস্ত শখ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩


শুটিংয়ে ব্যস্ত শখ
আনিকা কবির শখ - ফাইল ছবি

বিরতি ভেঙে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সম্প্রতি আবারও কাজে ফিরেছেন তিনি। শুরু করেছেন মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘ককু’ নামে একটি নাটকের শুটিং। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।


কাজে ফেরা প্রসঙ্গে শখ বলেন, “আমার সন্তান জন্মের কিছুদিন পর থেকেই অভিনয় শুরু করি। এটা সত্যি, মেয়ের কারণে সব সময় টানা কাজ করতে পারি না। তবে যখন ভালো গল্প পাই তখন আম্মু আর আমার স্বামী ভীষণ সহযোগিতা করেন। তখন মন দিয়ে কাজটা করতে পারি।”


আরও পড়ুন: সাইফুল বারীর কথায় দৈনিক জনবাণীর থিম সং গাইলেন শাহজালাল শান্ত


তিনি আরও বলেন, “কুক-নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। মাইদুল রাকিব আমার কাছে গল্পটা পাঠানোর পর আমার কাছে মনে হয়েছে যে এ কাজটা আমি করতে পারি। সব মিলিয়ে ভালো লাগায় কাজটি করেছি। নাটকে আরও যারা ছিলেন প্রত্যেকেই বেশ সহযোগিতা করেছেন। নির্মাতাও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, সবার ভালো লাগবে।”


আরও পড়ুন: ভক্তদের সুখবর দিলেন রাইমা সেন


এদিকে, অভিনয়ের পাশাপাশি স্টেজ শো’তেও নিয়মিত হবার চেষ্টা করছেন শখ। কিছুদিন আগে একটি স্টেজ শো’তে নৃত্য পরিবেশন করেন।


জেবি/এসবি