ভূমিকম্পে আবারও কাঁপল আফগানিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩


ভূমিকম্পে আবারও কাঁপল আফগানিস্তান
ফাইল ছবি

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এ ভূকম্পনের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে।


সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।


এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল। গেল সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শাক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২


গত ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।


আরও পড়ুন: গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি


এর আগে ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে সবমিলিয়ে কত প্রাণহানি ঘটেছে-সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তালেবান নেতৃত্বাধীন সরকার। সূত্র : এনডিটিভি


জেবি/এসবি