গাজায় ট্যাংক নিয়ে ঝটিকা স্থলঅভিযান ইসরাইলি বাহিনীর: রিপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক নিয়ে ঝটিকা স্থলঅভিযান চালিয়েছে ইসরাইলের পদাতিক বাহিনী।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইসরাইলি প্রতীরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৫ অক্টোবর) রাতে তাদের ট্যাংক ও পদাতিক বাহিনী উত্তর গাজায় প্রবেশ করেছে। রাতভর এ অভিযানে অনেক হামাস যোদ্ধাকে তারা হত্যা করেছে। হামাসের সামরিক অবকাঠামো ও ট্যাংক-বিরোধী অবস্থানগুলোও তারা ধ্বংস করেছে।
আইডিএফের বিবৃতিতে আরো বলা হয়, সেনাবাহিনীর পাঁচটি পদাতিক ইউনিটের মধ্যে অন্যতম একটি ইউনিট ‘গিভাতি ব্রিগেডের’ নেতৃত্বে এই অভিযানটি গাজায় ‘যুদ্ধের পরবর্তী পর্যায়ের’ প্রস্তুতি হিসেবে পরিচালনা করা হয়েছে। তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে মাথায় রেখেই গাজায় প্রবেশ করেছে। অনেক হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।
সফল অভিযান শেষ করে উত্তর গাজা থেকে তারা বেরিয়ে এসেছে বলেও জানিয়েছে আইডিএফ। তবে বিবৃতিতে ইসরাইলি সৈন্যদের হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: ইসরাইলের হামলায় গাজায় ৬৫৪৬ ফিলিস্তিনি নিহত
ইসরাইল গাজায় পূর্ণ স্থলঅভিযান চালানোর প্রস্তুতি হিসেবেই এই ঝটিকা অভিযান চালিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
আল জাজিরার খবরে বলা হয়, গাজায় স্থল অভিযান চালালোর জন্য কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। কিন্তু স্থল অভিযান শুরুর ক্ষেত্রে ইসরাইল যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে রয়েছে। বুধবার এ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি অপরাধের সহযোগী যুক্তরাষ্ট্র: খামেনি
জো বাইডেন হামাসের হাতে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থল যুদ্ধ শুরুর আগে তাদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করতে চান। অপরদিকে নেতানিয়াহু বলছেন যে, তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ইসরাইলি বাহিনী কখন গাজায় স্থল অভিযানে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রীসভার ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে। সূত্র: হারেৎজ, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, স্কাই নিউজ, দ্য স্টেটসম্যান
জেবি/এসবি