ব্রাজিলে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ১২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩


ব্রাজিলে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ১২
ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত শিশুসহ ১২ জন মারা গেছেন। 


স্থানীয় সময় রবিবার (২৯ অক্টোবর) রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা  এক প্রতিবেদনে জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বিমানটি অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। অ্যাক্রে রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল। দশজন যাত্রী নিয়ে উড়ছিল এটি। বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও কো-পাইলটসহ সব যাত্রীই ঘটনাস্থলে নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। যাত্রীদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।  


দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।


আরও পড়ুন: রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত


স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুন ধরিয়ে দেয়।


আরও পড়ুন: ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনবে ভারত


এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে অ্যামাজনাস রাজ্যে একটি ছোট জেট বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জন নিহত হন। যেখানে ১২ জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। নিহতরা সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক।


জেবি/এসবি