নারী দিবসে গর্জে উঠলেন কিয়ারা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নারী দিবসে গর্জে উঠলেন বলিউডের
জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউড ইন্ডাস্ট্রির এত বছর
হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো হিরোইন সর্বাধিক পারিশ্রমিকে কাজ করতে পারে নাই বলে এভাবেই
নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন চিত্রনায়িকা।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন,
আমরা শুধু বলার জন্য বলি। আর ফেমিনিস্টদের উল্টো কটাক্ষ করি। এখনও গোটা ভারতের সিনেমা
পুরুষ কেন্দ্রিক।
বলিউড ইন্ডাস্ট্রিতে সেই অর্থে
হাতে গোনা কজন নারী নির্মাতা ছাড়া আর কোনো নির্মাতা নেই কেন? এ প্রশ্নের জবাবে
কিয়ারা বলেন, ‘অনেক বড় বড় সুপারস্টার নারী নির্মাতাদের শিডিউল দিতে আস্থা পায়না।
আমার নিজের একটা ছবির ক্ষেত্রেও এমন হয়েছে।’
এসময় আগামীতে নির্মাণ বা প্রযোজনা
নিয়ে কিয়ারা বলেন, ‘নিজের মান সম্মান নিয়ে থাকতে চাই। তবে পরিবেশ যদি বদলায় অবশ্যই
কাজ করতে চাই ছবির প্রযোজনায়।’
কিয়ারার মতে সঞ্জয় স্যারের
মুভিতে প্রত্যেক নায়িকা আলাদা মর্যাদা পায়। সেটা তার স্ক্রীনপ্লেতেই ফুটে ওঠে। আলিয়ার
ছবিটি দেখে তো আমি মুগ্ধ!
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন
কিয়ারা। বিজয় অভিনীত স্পোর্টস ও অ্যাকশন ঘরানার ‘লাইগার’ সিনেমাটি
আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। এতে আরো অভিনয় করেছেন—রামায়া কৃষ্ণা, রনিত
রায়, আলী প্রমুখ। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এটি। এছাড়াও ‘ভিডি ১১’ শিরোনামে
আরেকটি সিনেমায় দেখা যাবে বিজয়কে। এটি পরিচালনা করবেন সুকুমার।
অন্যদিকে কিয়ারার হাতে বেশ
কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—হিন্দি ভাষার ‘ভুল ভুলাইয়া
টু’,
‘যুগ যুগ জিও’,
তেলেগু ভাষার ‘আরসি ১৫’ প্রভৃতি।
ওআ/