মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস

ঢাকাই সিনেমার নামী পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।

সোমবার (৭ মার্চ) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগ একটি জিডি করেছেন অরুণা। যার নম্বর ৩৭৮।

জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগক আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

এ বিষয়ে অরুণা বিশ্বাস আপত্তি জানালে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তারপরও অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর দূরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে। আর এ কারণেই তিনি জিডি করেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, মালেক আফসারীর জনপ্রিয় নির্মিত চলচ্চিত্রের মধ্যে হচ্ছে, ‘এই ঘর এই সংসার, ‘হীরা চুনি পান্না প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড সিনেমাটি মুক্তি পেয়েছে। অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি নির্মাণের সঙ্গেও জড়িত।

ওআ/