শক্তিশালী ভূমিকম্পে কাঁপল শ্রীলংকা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল শ্রীলংকা
ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।


ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যঅনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।


আরও পড়ূন: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬


তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনও প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও পড়ূন: প্রথম চন্দ্র অভিযানের মহাকাশচারী বোরম্যান আর নেই


এর আগে, গেল ৩ নভেম্বর নেপালে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান দেড়শর বেশি মানুষ, আহত হন আরও প্রায় ৪০০ জন।


জেবি/এসবি