স্মার্টফোনের বিকল্প নিয়ে আসছেন বিল গেটস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মাইক্রোসফটের
প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা
দিয়েছেন, স্মার্টফোনের বিকল্প আসছে। ‘ইলেকট্রনিক ট্যাটু’ নামে তিনি এমন
এক নতুন প্রযুক্তির কথা
ভাবছেন, যা বাজার থেকে
স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে।
বিল
গেটস জানান, কেওটিক মুন কোম্পানির নতুন
প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটু একটি বায়োটেকনোলজি ভিত্তিক
কৌশল। এর মাধ্যমে মানবদেহের
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা
যাবে।
যদিও
এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর
গবেষণা চলছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান
জানিয়েছে, এটি ত্বকে অস্থায়ীভাবে
প্রয়োগ করা হবে। কাজ
করবে ছোট সেন্সর এবং
ট্র্যাকারের সাহায্যে; যা একটি বিশেষ
কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও
গ্রহণ করবে।
মূলত,
এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের
ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে।
এ তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা
সম্ভব হবে বলে তিনি
মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে
শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে।
জি আই/