৪৮ ঘণ্টা হরতালের ডাক দিল জামায়াত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩


৪৮ ঘণ্টা হরতালের ডাক দিল জামায়াত
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। 


বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধীদল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েসি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।


আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১৮ নভেম্বর


এতে আরও বলা হয়েছে, একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।


জেবি/এসবি