হঠাৎ ডিবি অফিসে তানজিন তিশা
🕐 প্রকাশ: ০৬:২৪ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন আলোচিত অভিনেত্রী তানজিন তিশা ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে তানজিন তিশার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি ডিবিতে এসেছেন। তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন বলে জানা গেছে।
এর আগে গেল ১৫ নভেম্বর মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৬ নভেম্বর চিকিৎসা শেষে বাসায় ফেরেন এই অভিনেত্রী। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন।
আরও পড়ুন: নোবেলের সঙ্গে কে এই মেয়ে?
সেই বিষয়টি নিয়েই অভিনেত্রী মুঠোফোনে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। আইনি প্রভাব খাটানোর কথা বলে হুঁশিয়ারিও দেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।
আরও পড়ুন: শাকিব খানকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন অনন্য মামুন
এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যাচেষ্টা করেননি। তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি বমি করতে থাকেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
জেবি/এসবি
ব্লাউজ কাণ্ডে আবারো আলোচনায় স্বস্তিকা মুখার্জি
🕐 প্রকাশ: ০৬:৫৯ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
বরাবরের মতো সোজাসাপটা ভাষায় কথা বলায় স্বস্তিকা মুখার্জির জুড়ি মেলা বেশ ভার। নিজের অভিমত ব্যক্ত করতে কোনোদিনই পিছপা হন না এ অভিনেত্রী। তা যে কোন বিষয়েই হোক। এবার জানালেন ব্লাউজ নিয়ে।
সম্প্রতি এক বই লঞ্চের অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হয়েছিলেন স্বস্তিকা মুখার্জি। বেশকিছু ছবি শেয়ার করেই দিয়েছেন কড়া এক বার্তা। স্বস্তিকা লিখেছেন, আমার হাত মোটা তাতে কি? হাত কাটা ব্লাউজ পরতে মনে চাইলে পরব! আর এটা ব্লাউজও না, আমার মেয়ের টপ।
মেয়ে এখন তার কাঁধ ছাপিয়ে গেছে। তাই মেয়ের টপকেই ব্লাউজ হিসেবে পরে বই লঞ্চের অনুষ্ঠানের মধ্যমণি হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গে আরও বলেন, আমরা মেয়েরা বড্ড ভয় পাই, কে কি বলবে সেটা হাতে ভাবনার একদম ওপরে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের (ব্লাউজ) মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।
প্রসঙ্গত, টালিপাড়ায় স্বস্তিকার শাড়ি কালেকশন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হয়। শাড়ির পাশাপাশি তার পরা ব্লাউজ নিয়েও যে কম চর্চা হয় না। এর আগেও অনেকবার বিভিন্নভাবে ট্রলের শিকার হয়েছেন তিনি। সেকারণেই হয়তো ছবি প্রকাশের অগ্রীম উত্তরও দিয়ে দিলেন যেন ট্রলকারীরা বেশি সুবিধা করতে না পারেন।
ঐশ্বরিয়ার সংসারেও ভাঙনের সুর, কি বললেন অমিতাভ ?
🕐 প্রকাশ: ০৪:৩৬ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন ভালোবেসে ঘর বেঁধেছিলেন বলিউড তারকা এই দম্পতি। বিয়ের পর পরই বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে। ফের গুঞ্জন উঠেছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না সাবেক এই বিশ্ব সুন্দরীর। শশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেনিএই অভিনেত্রী। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে।
গত ৪ সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশ হলেও টুঁ-শব্দটি করেননি কেউ-ই। চুপ রয়েছেন ঐশ্বরিয়া নিজেও। বচ্চন পরিবার ও ঐশ্বরিয়ার নীরবতাই সংসার ভাঙার খবরে আগুনে ঘি হিসেবে কাজ করে। সবশেষে এ বিষয়ে কিছুটা নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন নিজেই।
কেবিসির মঞ্চে এ অভিনেতার মুখে শোনা যায় ঐশ্বরিয়ার প্রসঙ্গ। কেবিসির হটসিটে আপাতত বিগ বি-র মুখোমুখি খুদে প্রতিযোগিরা। নতুন এই এপিসডে গুজরাটের কিশোরী প্রতীক্ষা শেঠির সঙ্গে গেম খেলার সময় ঐশ্বরিয়ার প্রসঙ্গ উঠে আসে।
গুজরাটের ভাপির বাসিন্দা প্রতীক্ষা শেঠি। অমিতাভের সঙ্গে খেলা শুরুর আগে প্রতীক্ষার উদ্দেশে তার বাবা বলেন, ‘কুদরে’। এই শব্দ শুনে হতবাক অমিতাভ বচ্চন। গুজরাটের বাসিন্দা হলেও প্রতীক্ষার মাতৃভাষা হল তুলু। সেই ভাষাতেই মেয়েকে উৎসাহিত করেন তার বাবা। এসময় শব্দটির অর্থ জানতে চান অভিনেতা অমিতাভ। প্রতীক্ষা জানায়, তার বাবা সবসময় তাকে ‘কুদরে’ এবং ‘কাট্টাই’ বলে সম্বোধন করে থাকেন। ‘কুদরে’ অর্থ ঘোড়া এবং ‘কাট্টাই’ অর্থ গাধা।
শব্দ দুটোর অর্থ জানার পর অমিতাভ বচ্চন বলেন, ‘এটা তুলু ভাষার শব্দ তাই তো! আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে তুলু ভাষা শেখানোর জন্য। আজ রাতে বাড়িতে ফিরে এই দুটো শব্দ বলব। কারণ আমার বহুরানি (পুত্রবধূ) হলো তুলু। ওর উদ্দেশে তো শব্দ দুটো বলতে পারব না, তবে এটা বলব এই শব্দ দুটো আজ শিখেছি।’
অমিতাভের এমন বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, ঐশ্বরিয়া রায় বচ্চন শ্বশুরবাড়িতেই রয়েছেন এবং সংসার ভাঙার খবরটি নিছকই গুঞ্জন মাত্র। যদিও এ বিষয়ে এখনো পরিষ্কারভাবে কোন বক্তব্য দেননি কেউ-ই।
জন্মদিনে বলিউড বাদশাহ’র মতোই ভক্তদের দেখা দিলেন জিৎ
🕐 প্রকাশ: ০১:২৮ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
সকাল হতেই বাড়ির বাইরে অনুরাগীদের ভিড় শুরু হয়, সময়ের সাথে সাথে রাস্তায় তিল ধারনের জায়গা পাওয়া মুশকিল। চিত্রটা প্রতি বছছের মত ২ নভেম্বর মুম্বাইয়ের মান্নতের বাইরে লক্ষ্য করা যায়। কারণ, এভাবেই জন্মদিনে ভক্তদের দেখা দেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এবার টলিউডেও এই বছর একই চিত্র দেখা গেল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল টলিউডের ‘বস’ জিতের ৪৫তম জন্মদিন। বিশেষ এই দিনে রাজকীয় ভাবেই ভক্তদের সাথে দেখা দিলেন প্রিয় তারকা। এ সুপারস্টারের বাড়ির বাইরে হোর্ডিং নিয়ে হাজির হয়েছিলেন ভক্তরা। বাড়ির গেটে ‘শুভ জন্মদিন’র প্লেকার্ড এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সাথে স্পিকারে বাজছিল জিতের ছবির গান। তারকাকে এক ঝলক ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন তার ভক্তরা। বাড়ির বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় জিৎকে। এ সময় অভিনেতার পরনে ছিল ছাই রঙা জ্যাকেট। মাইকে তার ভক্তদেরকে ধন্যবাদও জানান তিনি।
জিতের এমন পদক্ষেপ দেখে অনেকেই তার সঙ্গে বলিউড বাদশার সাথে তুলনা করেছেন। কারও মতে, টলিউডে শাহরুখের মতো একমাত্র জিৎই জন্মদিন উৎযাপন করেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কাটেন টালিউড এই সুপারস্টার। এর পরে তিনি নিজের অফিসের কর্মীদের সাথেও কেক কেটে জন্মদিন পালন করেন। আর সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, ও পরিচালক সৌভিক কুন্ডু প্রমুখ। কেক কাটার মুহূর্তের কিছু ঝলক সুস্মিতা তার ইনস্টাগ্রামের স্টোরিতেও শেয়ার করেছেন। জিৎও বিশেষ সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন।
সম্প্রতি দ্বিতীয় বার বাবা হয়েছেন এ অভিনেতা। ছেলেকে নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জিৎ।
মামলা থেকে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহি!
🕐 প্রকাশ: ১১:৫৪ এএম,১লা ডিসেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মামলা থেকে মুক্তি পান এই চিত্রনায়িকা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর যাচাই বাছাই করেন।
এরপর বিচারক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে মাহিকে মুক্তি ঘোষণা করেন। এ নায়িকার পাশাপাশি তার স্বামী রাকিব সরকারও অব্যাহতি পেয়েছেন এই মামলা থেকে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় পুলিশ নিজেই বাদী হয়ে মাহি ও তার স্বামী রাকিবের বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ওই মামলায় মাহি ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অনৈতিক কাজ করেন এই চিত্রনায়িকা ও স্বামী রাকিব সরকার।
আবারও মা হলেন শুভশ্রী
🕐 প্রকাশ: ০৬:৫৭ পিএম,৩০শে নভেম্বর ২০২৩

শুভশ্রী গঙ্গোপাধ্যায়
আবারও মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রাজ। এর আগে গেল জুন মাসেই সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, বড় ভাই হতে চলেছে যুবান।
নতুন অতিথির আগমনে চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে বয়ছে খুশির জোয়ার। মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখলেন, “আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আর্শীবাদে ভরিয়ে দিন।”
আরও পড়ুন: হাসপাতালে শুভশ্রী
শোনা গেছে, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান যুবানের জন্ম হয়।
জেবি/এসবি