মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩


মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি
মাহিয়া মাহি - ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আ. লীগের মনোনয়ন পেলেন না ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি। এই আসনে থেকে নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান।  


অবশ্য মনোনয়ন না পেয়ে আশাহত হননি এ অভিনেত্রী। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: নৌকা পেলেন না চিত্রনায়িকা মাহি


মাহিয়া মাহি, “আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার পরিবর্তে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়ত আমি নবীন বলে সুযোগ পাইনি। পরের বার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে। ”


এদিকে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন মনোনয়ন না পাওয়া সংগীতশিল্পী এস ডি রুবেল।


জেবি/এসবি